নেইমার বিহীন ব্রাজিলের দ্বিতীয় ম্যাচের খেলা দেখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপচে পড়া ভিড় জমেছে ব্রাজিল সমর্থকদের। ক্যাম্পাসে আজ প্রথম খেলা দেখার ব্যবস্থা করায় তিল ধারণের ঠাঁই নেই। 

সোমবার  (২৮ নভেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, খেলা শুরুর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, ভিক্টোরিয়া পার্ক, মুরগি টোলা মোড়, রায় সাহেবের বাজার, কলতা বাজার, লক্ষ্মীবাজারের প্রতিটি গলিতে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করে স্থানীয়রা। 

সমর্থকরা বলেছেন, দলে নেইমার না থাকায় তেমন কোনো সমস্যা পড়বে না। দলে আর যারা আছে তারা নেইমারের অভাব পূরণ করতে দেবে না। আজ ব্রাজিল ৩-০ গোলে জয়লাভ করবে বলে আশাবাদী তারা। 

ব্রাজিল সমর্থক আতিক মেসবাহ বলেন, ব্রাজিলের খেলা মানেই সৌন্দর্য। ছোটবেলা থেকেই আম ব্রাজিলের সমর্থক। শৈল্পিক ফুটবল দেখতে চাই। নেইমারকে মিস করব। তবে দলগত খেলায় ব্রাজিল দুর্দান্ত। জয় আমাদের  হবে। 

আরেক সমর্থক ফারহানা কবির বলেন, এবারের আসরে ব্রাজিল সবার থেকে এগিয়ে। ব্রাজিলের আজকের খেলাটা অসাধারণ ছিল। প্রত্যেকটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ দিয়ে খেললে আমাদের জয় সহজ হবে। 

এমএল/এসকেডি