মেসির ম্যাজিকে শেষ ষোলোয় ওঠার আশা সমর্থকদের
কাতার বিশ্বকাপ ফুটবল আসরের শেষ ষোলোতে উঠতে মেসির ম্যাজিকেই ভরসা করছেন আর্জেন্টিনার সমর্থকরা। তারা বলছেন, আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাঁচা-মরার লড়াইয়ে হয় পোল্যান্ডের বিপক্ষে জিততে হবে, তা না হলে ফিরতে হবে ঘরে। আর যদি ড্র হয় তবে তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। তাই এমন কঠিন সমীকরণে আসরের শেষ ষোলোতে ওঠার জন্য মেসির দুর্দান্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন তারা।
বৃহ্স্পতিবার রাতে রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা ঘুরে দেখা যায়, মোড়ে মোড়ে পর্দায় প্রজেক্টর এবং এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ শুরুর আগেই আর্জেন্টাইন ভক্তদের জয়ের প্রত্যাশা জানাতে স্লোগান দিতে দেখা যায়।
দ্বিতীয়ত, শেষ ম্যাচে আর্জেন্টিনা জয় লাভ করাতে সকলের কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে এবং তারা নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তৃতীয়ত, আর্জেন্টিনার দলে আছে পাওলো দিবালা। তার ক্ষমতা সম্পর্কে সকলের ধারণা রয়েছে। চতুর্থত, গোলরক্ষক এমি মার্তিনেজ তার সক্ষমতা শেষ ম্যাচেও দেখিয়েছেন। তাই বরাবরই আর্জেন্টিনা সমর্থকরা তার ওপর ভরসা করতেই পারেন। সবশেষ কারণটি হলো আজকের ম্যাচে এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে। যে কিনা শেষ ম্যাচে মেক্সিকোর কফিনে শেষ পেরেকটি মেরে ছিল। এনজো মিড ফিল্ডে থাকাতে মিড ফিল্ডের স্পিড বেড়ে যাবে এবং ডি পলও নিজের সেরাটা দেওয়ার সুযোগ পাবে। সবমিলিয়ে আজকে আর্জেন্টিনার জয়ের বিষয়ের কোন সন্দেহ নেই।
বিজ্ঞাপন
ফাহিম মুনতাসীর নামের আরেক সমর্থক বলেন, ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্ভাগ্যবশত সৌদির বিপক্ষে হেরে গিয়েই আর্জেন্টিনা কিছুটা চাপে পড়েছে। তবে পরের ম্যাচে মেক্সিকোকে হারিয়ে সেই হতাশা ঢেকে দিয়েছে। ইতোমধ্যেই আসরের শেষ ষোলোতে ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, সেনেগাল, নেদারল্যান্ড এবং অস্ট্রেলিয়াও পৌঁছে গেছে। তাই আর্জেন্টিনার জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সমর্থকরা প্রত্যাশা করছি বড়সড় গোলের ব্যবধানেই জয়লাভ করব।
তবে সব হিসেবনিকেশের অবসান ঘটিয়ে ৯০ মিনিটের খেলায় মাঠেই মেসির নৈপুণ্যে শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে চান আর্জেন্টিনার সমর্থকরা। সে পথে পোল্যান্ডকে বড়ো কোন বাঁধা মনে করছেন না তারা।
বিজ্ঞাপন
আরএইচটি/এমএ