ক্যামেরুনের কাছে ১-০ গোলে ব্রাজিলের পরাজয়কে বিশ্বকাপের অঘটন হিসেবেই দেখছে সমর্থকরা। তবে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে ওঠায় উল্লাস প্রকাশ করেছে পুরান ঢাকার ব্রাজিল সমর্থকরা। 

শনিবার (৩ ডিসেম্বর) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরুর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, ভিক্টোরিয়া পার্ক, মুরগী টোলা মোড়, রায় সাহেবের বাজার, কলতা বাজার ও লক্ষ্মীবাজারের প্রতিটি গলিতে টিভি, প্রজেক্টর ও এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্থানীয়রা। 

সমর্থকরা মনে করেন, আজকের ম্যাচে জয় পেলে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে ব্রাজিলই পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারত। ব্রাজিল আগেই শেষ ষোলো নিশ্চিত করায় আজকে টিমটি তেমন শক্তিশালী করে মাঠে না নামানোর কারণেই ক্যামেরুনের কাছে হেরেছে বলেও মনে করেন সমর্থকরা। 

তাসমিম তাবাসসুম নামের এক ব্রাজিল সমর্থক বলেন, আজকের ম্যাচে ক্যামেরুনকে হালকাভাবে নেওয়ার কারণেই ব্রাজিলকে হারতে হয়েছে। আর এবারের বিশ্বকাপে বড় বড় দলগুলোর ক্ষেত্রে অঘটন লক্ষ্য করতে পারছি । ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি ও আর্জেন্টিনা সবাই ম্যাচ হরেছে ছোট ছোট দলগুলোর বিপক্ষে। আজ সেই কাতারে ব্রাজিলও যোগ দিল। আজকের ম্যাচে জয় পেলে ভালো লাগত। ক্যামেরুন আজকের ম্যাচে অনেক ভালো খেলেছে সে কারণেই হয়তো জয় পেয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল সর্বোচ্চ দিয়ে খেলে এবারের বিশ্বকাপে হেক্সা মিশন পূর্ণ করবে বলে প্রত্যাশা করছি।

আরেক সমর্থক মোহাম্মদ ইয়াসিন বলেন, এই ম্যাচটা রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষার ম্যাচ ছিল। দুর্ভাগ্যক্রমে হেরে গেছি। রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিল পূর্ণ শক্তির দল নিয়েই আবার ছন্দে ফিরে আসবে। মূল একাদশের খেলোয়াড়দের চোটের শঙ্কায় মাঠে না নামানোর কারণেই হারতে হয়েছে ব্রাজিলকে। 

এমএল/কেএ