আর্জেন্টিনার জয়ে ঢাবিতে উল্লাস, মেসির হাতে ট্রফি দেখার অপেক্ষা
মেসি-অ্যালভারেজ জাদুতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে আর্জেন্টিনা। আর তাতে আর্জেন্টিনাও পোঁছে গেছে স্বপ্নের ফাইনালে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসের নগরীতে পরিণত হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)।
খেলায় শেষ বাঁশি বাজতেই প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু উন্মাতাল স্লোগানে ফেটেছে টিএসসি। নাচে-গানে উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। ঢাবির হলে হলে এ চিত্র দেখা যায়। এর আগে রাত ১১টার পর থেকেই জার্সি গায়ে টিএসসি এলাকায় জড়ো হতে দেখা যায় আর্জেন্টিনা সমর্থক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
বিজ্ঞাপন
আর্জেন্টিনা সমর্থকরা বলছেন, প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনা কিছুটা ব্যাকফুটে থাকলেও বিশ্বাস ছিল মেসিরা সমর্থকদের হতাশ করবে না। আর সেটাই করে দেখিয়েছে টিম আর্জেন্টিনা। এবার বাকি শুধু মেসির হাতে ট্রফি দেখা।
আর্জেন্টিনা সমর্থক মনিরুল ইসলাম বলেন, আমরা আর্জেন্টিনা সমর্থকরা একবারের জন্যও আশা হারাইনি। আমাদের বিশ্বাস ছিল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ভালো কিছুই করবে। মেসি ও আর্জেন্টিনার স্বপ্নপূরণের আর মাত্র একটি ম্যাচ বাকি। খুব করে চাই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক আর মেসি উঁচিয়ে ধরুক স্বপ্নের ট্রফি।
বিজ্ঞাপন
খালেদ মাহমুদ নামের আরেক সমর্থক বলেন, ব্রাজিল ক্রোয়েশিয়ার সাথে সুবিধা করতে না পারলেও আর্জেন্টিনা একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। ফাইনালেও এই ধারা অব্যহত থাকবে বলে বিশ্বাস করি। আরও একবার স্বপ্নের এত কাছে গিয়েও মেসি নিশ্চই খালি হাতে ফিরতে চাইবেন না। আমরা সমর্থকরাও এই দৃশ্য দেখতে চাই না।
এইচআর/এফকে