বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করল ঢাকা কলেজ
বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড প্রদানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করল ঢাকা কলেজ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজের মূলভবনের সামনের বাগানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও গার্ড প্রদান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা কলেজ প্লাটুন, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং যুব রেড ক্রিসেন্ট এবং ঢাকা কলেজ ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সবার প্রতি সম্মান জানানো হয়।
বিজ্ঞাপন
পতাকা উত্তোলন অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের ৫১ বছরে বহু দূর এগিয়েছে বাংলাদেশ। যদিও বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করার চেষ্টা করেছে দুষ্টচক্র। কিন্তু তারা সফল হয়নি। অনেক ত্যাগের পর এ দেশের স্বাধীনতা এসেছে। বাঙালি অন্যায়-অবিচারের কাছে কখনও মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না।
তিনি আরও বলেন, আমাদের অনেক কষ্টের ইতিহাসও রয়েছে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগমুহূর্তে এক নির্মম ঘটনা ঘটে। বাঙালি বুদ্ধিজীবী নিধনের জন্য মেজর জেনারেল রাও ফরমান আলী নীল নকশা প্রণয়ন করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে চালানো হয় এ হত্যাযজ্ঞ। পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আলবদর, আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা করে। পরে ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায়। ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর নিকট আত্মীয়রা মিরপুর ও রাজারবাগ বধ্যভূমিতে স্বজনের মৃতদেহ সনাক্ত করেন। এই শোককে শক্তিতে পরিণত করেই আমরা বহুদূর এগিয়ে যাব।
বিজ্ঞাপন
এছাড়াও মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে ঢাকা কলেজে আরও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে বেলা এগারোটায় বিজয়ের গান ও মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর কলেজ প্রাঙ্গণেই শ্রদ্ধা নিবেদন করা হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এরপর বেলা সাড়ে এগারোটায় ঢাকা কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে হবে আলোচনা সভা।
সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। আলোচনা করবেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। স্বাগত বক্তব্য দেবেন মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মনিরা বেগম।
আরএইচটি/এফকে