বনানী বিদ্যানিকেতন হয়ে উঠেছিল বিজয়মঞ্চ
দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে যৌথভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে উত্তরায়ণ অ্যাকাডেমি ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই অনুষ্ঠানমালা শেষ হয়।
বিজ্ঞাপন
সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রিয়াংকা হালদার শিখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরায়ণ অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রিয়াংকা হালদার শিখা, উত্তরায়ণ অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম, উত্তরায়ণ অ্যাকাডেমির সহ-পরিচালক হিমাদ্রী শেখর তালুকদার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
কেএ