বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে দুই দেশের শিল্পীদের যৌথ অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে এক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‌‘জাপান এবং বাংলাদেশ: গ্রুপ আর্ট এক্সিবিশন’ শীর্ষক ৬ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অংকন ও চিত্রায়ন বিভাগ এবং ঢাকার জাপান দূতাবাস যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাসিদা তাতসুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অংকন ও চিত্রায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলী এবং বিকাশ লিমিটেডের সিইও মি. কামাল কাদির বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই ধরনের যৌথ সহযোগিতামূলক অংশগ্রহণ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দুদেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং তরুণ শিল্পীরা অনুপ্রাণিত ও উৎসাহ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই প্রদর্শনীতে জাপানের সাতজন ও বাংলাদেশের নয়জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এইচআর/এমএ