কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ফ্রান্সের মোকাবিলা করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় উপভোগ করা যাবে।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদের হেড অফ কমিউনিকেশন জাহিদুল ইসলাম সজল।

তিনি বলেন, কয়েকটি কারণে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের ম্যাচ ঢাবিতে বড় পর্দায় দেখানো হয়নি। আমরা গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থেকে আবার দেখানো শুরু করেছি। আজকের আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, বিশ্বকাপের খেলা উপভোগের জন্য ঢাবি শিক্ষার্থীদের জন্য টিএসসি, হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ, ডাস চত্বর এবং ঢাবি ক্লাবে বড় আকারের এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। 

এইচআর/কেএ