বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি শিক্ষক সমিতির পুষ্পস্তবক অর্পণ
দায়িত্ব গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত কার্যকর পরিষদের সদস্যরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হকসহ সমিতির সদস্যরা। এছাড়াও তাদের সঙ্গে নীল দল, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং নীল দল থেকে পরাজিত প্রার্থী অধ্যাপক ড. লাফিফা জামাল। তবে উপস্থিত ছিলেন না সাদা দল থেকে একমাত্র নির্বাচিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান।
সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নিয়ে নতুন উদ্যোগে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচনে আওয়ামীপন্থী নীল দলের প্যানেল থেকে অধ্যাপক ড. নিজামুল হক ভুইয়া সভাপতি এবং অধ্যাপক ড. জিনাত হুদা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সমিতির ১৫টি পদের মাত্র একটিতে বিএনপিপন্থী সাদা দল জয় লাভ করে এবং এ বছরের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা।
এইচআর/এফকে