বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তিতে ৭ম মেধা তালিকা প্রকাশ করেছে বেরোবি ভর্তি কমিটি। আসন ফাঁকা রয়েছে মোট ১১৪টি।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের শূন্য আসনের বিপরীতে ‘এ’ ইউনিটের মেধাক্রম ১৪৩২ থেকে ১৫৪১, ‘বি’ ইউনিটের মেধাক্রম ৮৮৮ থেকে ৯৪৭ এবং ‘সি’ ইউনিটের মেধাক্রম ৮৩৬ থেকে ৯২৫ পর্যন্ত শিক্ষার্থীরা আগামী ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ প্রাথমিক ভর্তি ৫০০০ টাকাসহ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান-এর মূল নম্বরপত্রসহ স্ব-শরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে ভর্তি সম্পন্ন করতে হবে। যে সব শিক্ষার্থী ইতোপূর্বে ভর্তি জমা দিয়েছেন তাদের ফি দেওয়ার স্লিপ জমা দিতে হবে।

প্রসঙ্গত, এর আগে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২২ সালের ৩০ জুলাই 'এ' ইউনিট, ১৩ আগস্ট 'বি' ইউনিট ও ২০ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৮৫ ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

শিপন তালুকদার/এফকে