ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গত ২২ জানুয়ারি এক শিক্ষার্থীকে ছাত্রলীগের রাতভর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

এসময় সংগঠনটির নেতাকর্মীরা নির্যাতনে জড়িতদের এক সপ্তাহের মধ্যে বিচার ও গেস্ট রুমে নির্যাতন বিরোধী আইন পাসের দাবি জানান। অন্যথায় শাহবাগ অবরোধের ঘোষণা দেন।

গেস্ট রুমে নির্যাতন; ছাত্রলীগের নির্যাতন, বন্ধ করো করতে হবে; ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; শিক্ষা, ছাত্রলীগ একসাথে চলে না ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

আরও পড়ুন >>> ঢাবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, গত রোববার রাতে বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে রাতভর কয়েক দফায় আবরার স্টাইলে মারধর করা হয়। সকালে আবারও মারধর করে তাকে হল থেকে বের করে দেওয়া হয়। ছাত্রলীগের গেস্টরুম প্রোগ্রামে না যাওয়ায় তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়। আমরা ছাত্রলীগের এ বর্বর কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ ঘটনায় জড়িতদের তাদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থী নির্যাতন আমাদের আবু গারিব কারাগারের কথা মনে করিয়ে দেয়। হলগুলোতে যারা দায়িত্বে থাকেন তারা বেতনও নিয়ে থাকেন অথচ তারা শুধু ১৬ ডিসেম্বর আর ২৬ মার্চে হলগুলোতে যায়। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার সময় তাদের দেখ যায় না। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানাই।

আরও পড়ুন >>> ‘স্বীকার কর নইলে তোর মারে ভিডিও কল দিয়ে মারমু’

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি তারিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আমরা বরাবরই সোচ্চার। এ ধরনের নির্যাতন বন্ধে আমরা নির্যাতনে জড়িত প্রত্যেক ছাত্রলীগ নেতার নিজ নিজ এলাকায় পোস্টারিং করব। তাদের নাম-পরিচয় তুলে ধরা হবে, যাতে এলাকার মানুষ ছাত্রলীগ নেতাদের নির্যাতনের বিষয়ে জানতে পারে।

এইচআর/এফকে