১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী আশিকুজ্জামান। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফলে প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুজ্জামান। এ তালিকায় রাবির অন্য শিক্ষার্থীরা হলেন- ৬ষ্ঠ সাদিয়া আনজুম পূর্নতা, ১০ম মাহমুদুল হাসান, ১৪তম সুমাইয়া খন্দকার মুমু, ২৪তম সাদিয়া মৌ, ৪১তম সাদিয়া ইসলাম ও ৫৯তম মাইশা তাহরিন একতা। 

রাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে জানা যায়, এতে মোট ১০৩ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।

জুবায়ের জিসান/আরএআর