হাল্ট প্রাইজ অনক্যাম্পাস ২০২৩-এর প্রথম রাউন্ড প্রোগ্রামের আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। সোমবার (২০ ফেব্রুয়ারি) এ আয়োজন করে। এতে বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়েছে ‘হক ইনসাইটস’।

ফাইনাল রাউন্ডের জজ প্যানেল ছিলেন বিওয়াইএলসি ভেঞ্চারসের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুল্লাহ তামিম; এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ইন্টেরিয়র ক্যাটাগরির মার্কেটিং ম্যানেজার পারশা সানজানা জিসান; মো. তারিফ মোহাম্মদ খান, হেড অব ব্র্যান্ডস অ্যান্ড স্ট্র্যাটেজি, ডেকো ইশো গ্রুপ; আশরাফুল ইনসান ইভান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ; এবং এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর, কেবিডি. বশির আহমেদ। 

জজ প্যানেলদের মতামত অনুসারে, টিম ‘এনস্টাইল’ ইউল্যাব হাল্ট প্রাইজের ১ম রানার আপ এবং টিম ‘সাসটেইন্যাশন’ ২য় রানার আপ হয়।

ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ এর মিডিয়া পার্টনার হচ্ছে ‘ঢাকা পোস্ট’ এবং গোল্ড স্পন্সর হচ্ছে ‘সবুজ গ্লোবাল এডুকেশন বাংলাদেশ’। 

এমএ