শিক্ষাঙ্গনে হামলা-নির্যাতন, সন্ত্রাস, সহিংসতায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ। এসময় ছাত্রলীগের যৌন হয়রানি ও র‍্যাগিংবিরোধী ক্যাম্পেইনকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেন পরিষদের নেতারা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রলীগের নৈরাজ্য, ক্যাম্পাসগুলোতে সিরিজ ছাত্র নির্যাতন, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলার প্রতিবাদে আমাদের আজকের অবস্থান কর্মসূচি। আজ যে স্থানে ছাত্রলীগ র‍্যাগিংবিরোধী কর্মসূচি পালন করলো ঠিক সেখানেই গত ১৭ই ফেব্রুয়ারি এই ছাত্রলীগই আমাদের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা, নির্যাতন চালায়। যে ক্ষত আমাদের এখনো রয়ে গেছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের হলগুলোতে গেস্টরুমের মাধ্যমে নিয়মিত র‍্যাগিং করছে ছাত্রলীগ। তাদের জন্মই হয়েছে গেস্টরুম র‍্যাগিংয়ের মাধ্যমে। তাদের র‍্যাগিংবিরোধী কর্মসূচি লোক দেখানো মাত্র।

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ মাহমুদ বলেন, আজ ছাত্রলীগের র‍্যাগিং বিরোধী কর্মসূচিতেও হল থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের আনা হয়েছে। যারা আসেনি তাদেরকে গেস্টরুমে ডেকে নির্যাতন করার শঙ্কা রয়েছে। একদিকে নির্যাতন করে ছাত্রদের আইসিইউতে পাঠিয়ে অন্যদিকে বহিষ্কারের নাটক সাজানো হচ্ছে। ক্যাম্পাসগুলোতে ছাত্র নির্যাতন করে এগেইন্স্ট র‍্যাগিং ক্যাম্পেইন করা ‘আইওয়াশ’ ব্যতীত কিছুই না। শিক্ষার্থীদের চোখে ধুলো দেয়ার এই চেষ্টা বার বার ব্যর্থ হয়েছে।

নিরাপদ ক্যাম্পাসের সবচেয়ে বড় প্রতিবন্ধক ছাত্রলীগ বলেও মন্তব্য করেন ছাত্র অধিকারের এ নেতা।

এইচআর/এমজে