জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

বুধবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. শামীমা বেগমের মেয়াদ শেষ হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট নিয়োগের ধারা মোতাবেক অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন। এ আদেশ ৪ ফেব্রুয়ারি কার্যকর হবে। এছাড়া দায়িত্বে থাকাকালীন তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

এ বিষয়ে নবনিযুক্ত প্রভোস্ট বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে তা যথাযথভাবে পালন করতে চাই। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।

এমএল/কেএ