জবি নীলদলের সভাপতি আব্দুল্লাহ্, সম্পাদক মোমিন
বামে সভাপতি, ডানে সম্পাদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ্ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমিন উদ্দিনকে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নীলদলের সাধারণ সভায় শিক্ষকবৃন্দের উপস্থিতিতে কমিটি গঠনের লক্ষ্যে সাবজেক্ট কমিটির পক্ষ থেকে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন এবং সাধারণ সভায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এসময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা এবং সদ্য সাবেক কমিটির সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ সদ্য সাবেক কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঘোষিত কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এমএল/এমজে