নির্মাণাধীন ভবনের ইট পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর আহত হয়েছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রাজশাহী নগরী মোন্নাফের মোড়ে এই ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম মো. সাদ। তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সাদের বন্ধুদের সূত্রে জানা যায়, দুপুরে মোন্নাফের মোড়ে নতুন নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন সাদ। হঠাৎ ভবনের ৪ তলা থেকে কতগুলো ইট তার মাথায় পড়ে। এতে প্রচণ্ড আঘাতের ফলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রামেকে ভর্তি করা হয়। তার মাথায় ৮টা সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও তার হাতের হার ভেঙে গেছে।

আহত সাদের সহপাঠী হাসিব বলেন, এখন পর্যন্ত মেস মালিকের কোনো খবর নাই। আজকে আমার বন্ধু মৃত্যুও হয়ে যেতে পারত। আল্লাহর কাছে অনেক শুকরিয়া ও এখনো বেঁচে আছে।

তিনি আরো বলেন, আমরা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছি। এ ঘটনার ক্ষতিপূরণ না দিলে আমরা মামলা করব।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. মির্জা আ ফ ম রশিদুল হাসান বলেন, আমরা ঘটনা শোনার পর আমিসহ তিনজন শিক্ষক হাসপাতালে যাই। সেখানে তার চিকিৎসা চলছে। তার পরিবার থেকে তার বাবা আসছেন। পরে থানায় গেলে সেখানে নির্মাণাধীন বাড়ির মালিক মোস্তাফিজুর রহমানও আসেন। তিনি চিকিৎসা খরচ বহন করতে রাজি হওয়ায় আমরা সমঝোতায় আসি।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, তারা দুই পক্ষ থানায় এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলে একটা সমাধান করা হয়েছে। চিকিৎসা বাবদ যত টাকা লাগবে তার ব্যয় বহন করবে নির্মাণাধীন বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান। 

জুবায়ের জিসান/এমএ