রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীর ছুরিকাঘাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ প্রত্যাহারের আশ্বাসে বিক্ষোভ মিছিল স্থগিত করেন তারা।

শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা অবরোধ ছেড়ে দেন।

এ বিষয়ে প্রক্টর শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, আমরা তোমাদের সব দাবি শুনব। আগামীকাল (শনিবার) তোমরা তোমাদের যে পাঁচ দফা দাবি আছে সেগুলো আমাদের কাছে দেবে। ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে আমরা দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করব। 

তিনি আরও বলেন, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাদের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে কী হয়েছিল, কীভাবে পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল সব বের করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পাশের রাস্তায় বাংলা বিভাগের আব্দুল্লাহ আল জাহেদ নামের এক শিক্ষার্থীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জুবায়ের জিসান/এমএ