ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে কার্জন হল প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘১৩তম ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩’।

শুক্রবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বক্তব্য রাখেন। এসময় জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড টিমের কোচ অধ্যাপক ড. আরশাদ মোমেন ও জাতীয় পর্যায়ের ব্যবস্থাপনা কমিটির প্রধান আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম দস্তগীর আল কাদেরীসহ পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজ্ঞান মনস্ক ক্ষুদে শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি বড় প্লাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য অলিম্পিয়াড আয়োজকদের ধন্যবাদ জানান। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে পদার্থ বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে পারবে। জাতীয় পর্যায়ে আয়োজিত এ অলিম্পিয়াডে বিজয়ীরা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়মিত বিজ্ঞান চর্চার মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় প্রযুক্তি মেলা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন ও প্রজেক্ট উপস্থাপন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আঞ্চলিক পর্বে নির্বাচিত স্কুল ও কলেজের সাত শতাধিক শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। শনিবার ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এইচআর/এফকে