ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আপত্তিকর অবস্থায়’ এক প্রেমিক যুগলকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে ক্যাম্পাসের মফিজ লেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া প্রেমিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। এছাড়া প্রেমিকা ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে।

জানা যায়, ফেসবুকে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের। ৪ মার্চ প্রেমিকের ডাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসেন প্রেমিকা। বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে প্রেমিকের বিভাগের এক ছোট বোনের (২০১৮-১৯ সেশন) কাছে অবস্থান করছিল মেয়েটি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, নিরাপত্তা কর্মকর্তার কল পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। পরে মেয়েকে তার অভিভাবকের সঙ্গে কথা বলে তাদের জিম্মায় তুলে দেওয়া হয়েছে। আর ছেলেকে তার বিভাগের ভারপ্রাপ্ত সভাপতির জিম্মায় দেওয়া হয়েছে।

তবে অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা শাহেদ আহমেদ বলেন, বিভাগের জিম্মায় কাউকে দেওয়া হয়নি।

রাকিব হোসেন/এমজেইউ