জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ। আর জয়ী বিভাগের পক্ষে একমাত্র গোলটি করেন মাহফুজ হাসান প্রিতম।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় এ ফুটবল টুর্নামেন্টে ৩৫টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট অংশগ্রহণ করে। আগামী রোববার ১৯ মার্চ বর্তমান ক্যাম্পাসে বিজয়ী দল ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হবে।

টুর্নামেন্ট শেষে বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পরিচালক গৌতম কুমার দাস বলেন, এবারের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আগে আমরা ক্যাম্পাসের পাশে ধূপখোলা মাঠে নিয়মিত সকল ধরনের খেলাধুলার আয়োজন করতাম। কিন্তু সেই মাঠটি সিটি করপোরেশন দখলে নেওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল খেলাধুলাই বন্ধ হয়ে যায়। এরপরই আমরা নতুন ক্যাম্পাসে একটি খেলার মাঠ প্রস্তুতের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রস্তাব দিলে অল্প সময়ের মধ্যেই সেটি প্রস্তুত হয়।

তিনি আরও বলেন, বর্তমান ক্যাম্পাস থেকে নিয়মিত সকল খেলোয়াড়দের নিয়ে এ নতুন মাঠে খেলার আয়োজন করতে পেরে আমরা সকলেই আনন্দিত।

মাঠের দায়িত্বে থাকা কাজী মনির বলেন, এত সুন্দর একটি খেলার আয়োজনের দায়িত্বে থাকতে পেরে অবশ্যই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি মাঠ প্রস্তুত করতে সক্ষম হয়েছি।

বিজয় লাভের পর ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল অদুদসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করে।

এমএল/এমজে