দায়িত্ব গ্রহণ করে সবার সহযোগিতা চাইলেন ঢাবি প্রক্টর
দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত প্রক্টর ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টায় সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর হাত থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় অন্যান্য সহকারী প্রক্টর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণ করে সবার কাছে সহযোগিতা চেয়েছেন অধ্যাপক মাকসুদুর রহমান। ঢাকা পোস্টকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় উপাচার্যের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে চ্যালেঞ্জও বেড়ে গেছে। আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি। সবার সহযোগিতার মধ্য দিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলব। এই ক্যাম্পাসকে আরও সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাব। আর তাতে শিক্ষার্থী, সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।
এর আগে গতকাল (বুধবার) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী মাকসুদুর রহমানের এই নিয়োগ প্রদান করেন।
বিজ্ঞাপন
গত ডিসেম্বরে অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আওয়ামী লীগপন্থী নীল দলের প্যানেল থেকে ২০২৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া এর আগে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।
এইচআর/এনএফ