ঢাবির শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ঈশিতা-শামামা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ঈশিতা খাতুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নুসরাত জাহান শামামা।
রোববার (৭ মে) ক্লাবটির মডারেটর মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সঞ্চারী প্রতিভা এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞাপন
ঈশিতা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং শামামা শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। তারা উভয়ই ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।
কমিটির অন্যান্যরা হলেন– সহ-সভাপতি শারমিন শান্তি, সাদিয়া তাসনীম দিনা, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহান সেতু, সুমাইয়া ঐশী, সাংগঠনিক সম্পাদক শামীমা নাসরিন তিতলী, সহ-সাংগঠনিক সম্পাদক রেজোয়ানা আক্তার ঝর্ণা, প্রচার সম্পাদক হামিদা আক্তার নিসা, অর্থ সম্পাদক হৃদিয়া আফরোজ, দপ্তর সম্পাদক আসমা সুলতানা লিজা, প্রশিক্ষণ ও লিঁয়াজো সম্পাদক সুমাইয়া ইসলাম সীমা (মুন), পাঠচক্র বিষয়ক সম্পাদক চন্দ্রিকা মন্ডল।
বিজ্ঞাপন
এছাড়াও, কার্যকরী সদস্য হিসেবে জেবা সায়ীমা, ইন্নি আক্তার, সামিয়া মাসুদ মম, উমা রানী পোদ্দার ও মুসলিমা রহমান তামান্না মনোনীত হয়েছেন।
এইচআর/এসকেডি