প্রতিবারের মতো এবারও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্পোর্টসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩।

মঙ্গলবার (১৬ মে) এআইইউবি স্পোর্টস মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এআইইউবি এর উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খানসহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এবার ঢাকা মহানগরীর খ্যাতনামা ৩৬টি কলেজ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ২২ মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, প্রতিবছরই এই টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে এআইইউবি, যা কলেজের শিক্ষার্থীদের উৎসাহিত করে।

এমজে