কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন
২৫ মার্চ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের মোমবাতি প্রজ্বালন
২৫ মার্চ কালরাতে গণহত্যায় সব শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পৃথক মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের দুটি অংশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে দুলাল-জুলহাস অংশ মোমবাতি দিয়ে পঞ্চাশ এঁকে এবং ৮টায় মিজান-নাসির অংশ পঁচিশ এঁকে এ কর্মসূচি পালন করে।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের (দুলাল-নাসির অংশ) সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়া, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, আইন অনুষদের ডিন রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যলয়ের পরিচালক অধ্যাপক ড. জিএম মনিরুজ্জমানসহ শিক্ষকরা।
পরে এক আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরকে বিষয়বস্তু করে আমরা এ মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে প্রতিটি জায়গায় আলো ছড়িয়ে দিতে প্রতীকী কর্মসূচি পালন করছি। পাশাপাশি ২৫ শে মার্চের ভয়াল কালরাতে এবং শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
বিজ্ঞাপন
এদিকে, বঙ্গবন্ধু পরিষদ মিজান-নাসির নেতৃত্বাধীন অংশের উদ্যোগে সন্ধ্যা ৮টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় এই অংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য স্বপন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।
তবে পূর্বঘোষিত কর্মসূচিতে মাত্র দুজন কেন উপস্থিত ছিলেন— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের শিক্ষকরা আলোচনা সভা ও প্রীতিভোজ আয়োজনে ব্যস্ত থাকায় এখানে অংশগ্রহণ করতে পারেননি। সংখ্যাগত দিক নয়, বরং সম্মান জানানোটাই মুখ্য ধরে আমরা এ কর্মসূচি পালন করেছি।’
এদিকে, শাখা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বালন ও পরে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে ব্ল্যাক আউট কর্মসূচির অংশ হিসেবে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. জুলহাস মিয়া, আইন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মু. আবু বকর সিদ্দিক (সোহেল), গণিত বিভাগের প্রভাষক জনি আলম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।
এমএসআর