রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি, আরও চারজন আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীসহ আরও চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
আটককৃতরা হলেন- বিদ্যুৎ হাসান, এনামুল হক ও সোহানুর রহমান। আটককৃত অপর পরীক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার থেকে প্রাপ্ত তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে। তার নাম প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
আটককৃত বিদ্যুৎ হাসান জয়পুরহাট জেলার জামিয়ার বাগান এলাকার আবুল কালামের সন্তান। তিনি মো. মাইনুল ইসলামের (রোল নং ৫৬৯৫৯) হয়ে প্রক্সি দিচ্ছিলেন। এনামুল হক কক্সবাজারের পেকুয়া উপজেলার আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি তানভীর আহমেদের (রোল নং ৫৮৩৯৭) হয়ে প্রক্সি দেন। আর সোহানুর রহমান মো. তাহমিদ বিন সাদমানের (রোল নং ৮২৪৪০) হয়ে পরীক্ষা দেন।
এর আগে সকাল ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে তিনজনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, পরীক্ষা কেন্দ্রে সন্দেহ হলে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আইসিটি সেন্টারে নিয়ে তাদের তথ্য যাচাই-বাছাই করলে প্রক্সির বিষয়টি জানা যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জুবায়ের জিসান/আরএআর