গণহত্যা দিবসে জবিতে প্রদীপ প্রজ্বলন
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ/ ছবি- ঢাকা পোস্ট
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্যের সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করা হয়।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ প্রমুখ।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী।
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ ধরে এনে তৎকালীন জগন্নাথ কলেজের (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভেতরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করা হতো। হত্যার পর লাশের স্তূপ সাজিয়ে গণকবর দেওয়া হতো বর্তমান ভাস্কর্যটির নিচে। এই গণহত্যার নীরব সাক্ষী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে দেশের একমাত্র গুচ্ছ ভাস্কর্য ৭১-এর ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’। সেই নির্মম হত্যাযজ্ঞের স্মারক হিসেবে গণকবরের ওপরে এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
এইচকে