‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ এ আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আজকের বাজেটটি মেগা সরকারের একটি মেগা বাজেট। স্মার্ট বাংলাদেশের গড়ার জন্য একটি ড্রিম প্রজেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাজেট। কল্যাণ-ধর্মী রাষ্ট্র গড়ার অন্যতম ভিত্তিপ্রস্তর হচ্ছে এবারের বাজেট। স্মার্ট বাংলাদেশ স্বপ্ন গড়ার পর এটি আওয়ামী লীগ ও গণমুখী সরকারের প্রথম বাজেট।

সাদ্দাম হোসেন বলেন, বাজেটের মাধ্যমে একটি রাজনৈতিক দলের বা সরকারের অঙ্গীকার, লক্ষ্য, ভিশন ও মিশন প্রতিধ্বনিত হয়। একইসাথে বাজেট একটি রাজনৈতিক ও অর্থনৈতিক দলিল। শেখ হাসিনার সরকারের এই বাজেট প্রত্যেকটি সূচকেই সাফল্যের পরিচয় দিয়েছে। সেজন্য আমরা বাংলার ছাত্রসমাজের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড ভাঙা বাজেট যা পূর্ববর্তী বাজেটের তুলনায় প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা বেশি। বাজেটে শিক্ষা খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে যা মোট বাজেটের প্রায় ১২ শতাংশ। শিক্ষার্থী ও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে শেখ হাসিনা যে বাজেট প্রণয়ন করেছেন তার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্রলীগকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

সমাবেশ সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এ সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এইচআর/এসকেডি