ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে ১৩০ আসনের বিপরীতে পাস করেছেন ২১২ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর চারুকলায় প্রথম হয়েছেন রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থী সৌম্যদীপ্ত মণ্ডল। তিনি ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সৌম্যদীপ্ত তার ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে ৩২ নম্বর এবং লিখিত (অঙ্কন) অংশে ৫০ নম্বর পেয়েছেন। এছাড়া তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র নম্বর মিলিয়ে ১০২ নম্বর পেয়েছেন।

এছাড়া এ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সাফফাত হোসাইন রিশতা। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০১ দশমিক ৫ নম্বর। তৃতীয় হয়েছেন একই কলেজের শিক্ষার্থী হৃদিতা নওশীন। তার মোট নম্বর ৯৯ দশমিক ৭৫।

সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এ বছর চারুকলা ইউনিটে ২১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪.৪৯ শতাংশ। বাকি ৯৫.৫১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এইচআর/এমএ