রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার ২৬.৬২ শতাংশ।

মঙ্গলবার (৬ জুন) রাতে এই ফলাফল প্রকাশিত হয়।

এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬৫ জন আবেদনকারীর মধ্যে ৬২ হাজার ৪৭০ জন অংশ নেন। মোট পাস করেছেন ১৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।

পরীক্ষায় গ্রুপ-১ এ পাস করেছেন ৩১.৯৬ শতাংশ ও সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮০.২৫। গ্রুপ-২ এ পাস করেছেন ২৭.৫৪ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-৩ এ পাসের হার ২৩.১৮ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৩.৫০। গ্রুপ-৪ এ পাসের হার ২৩.৮০ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬।

পরীক্ষার বিস্তারিত ফলাফলসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd তে দেখা যাবে।

জুবায়ের জিসান/এমজেইউ