চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশে গড়িমসির অভিযোগ উঠেছে। ৫ মাস পেরিয়ে গেলেও ওই বিভাগের ২০১৯-২০২০ সেশনের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, এই সেশনের ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত বছরের ৭ ডিসেম্বর তাদের মাস্টার্স পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১০ জানুয়ারি। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ৫ মাস পেরিয়ে গেলেও ১৫ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করছে না পরীক্ষা কমিটি। এতে ওই শিক্ষার্থীদের ক্যারিয়ারও পড়েছে সংকটে।

কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বারবার মেধার স্বাক্ষর রাখা দুয়েকজন শিক্ষার্থীর ফলাফল নয়ছয় করতেই বিভাগের কয়েক শিক্ষক এই সেশনের মাস্টার্সের ফলাফল দিতে গড়িমসি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, নতুন এ বিভাগটির প্রথম ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থী তারা। এ ব্যাচের দুয়েকজন শিক্ষার্থী বেশ মেধাবী। কিন্তু পরীক্ষা কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের কেউ কেউ তাদের পছন্দ করে না। তাদের আশঙ্কা, ফলাফল নয়ছয় করতেই দেরি করছেন শিক্ষকরা। এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্যের হস্তক্ষেপও কামনা করেন।

সংগীত বিভাগের সভাপতি ও ২০১৯-২০২০ সেশনের মাস্টার্স পরীক্ষা কমিটির সভাপতি সৌমেনজিৎ চক্রবর্তী ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের থিসিস জমা দিতে দেরি হওয়ায় ফলাফল প্রকাশে সময় লেগেছে। তবে এখন ফলাফল প্রস্তুত। শীঘ্রই প্রকাশিত হবে।

ফলাফল নয়ছয় করা হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি সঠিক নয় বলে জানান।

বিলম্বে ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মুহাম্মদ মুছা ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এমআর/এমজে