জাবির আইবিএর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৩২ শতাংশ।
সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক কেএম জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আইবিএতে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭১ শতাংশ শিক্ষার্থী।
এর আগে গতকাল রোববার (১৮ জুন) সকাল ৯টায় আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য (juniv-admission.org) ওয়েবসাইটে পাওয়া যাবে।
মো. আলকামা/এমজেইউ