ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে। 

রোববার (২৫ জুন) রাত সাড়ে নয়টার দিকে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইট- https://collegeadmission.eis.du.ac.bd এ লগইন করে ভর্তি পরীক্ষার ফল দেখতে পারছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং অধিভুক্ত সরকারি সাত কলেজ ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন।

তিনি জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী অনলাইনে বিষয় পছন্দক্রম ১১ জুলাই থেকে ২৪ জুলাই এর মধ্যে পূরণ করতে হবে। মেধাক্রম ও বিষয়ের পছন্দক্রম অনুযায়ী বিভাগ অথবা বিষয় বণ্টন করে ও অনলাইনে প্রকাশ করার তারিখ পরে জানানো হবে। তবে এই একই তারিখের মধ্যে ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিন অফিস (বিজনেস স্টাডিজ অনুষদ) থেকে কোটার ফরম সংগ্রহ করে উক্ত সময়ের মধ্যে (অনলাইনে পূরণকৃত চয়েজ ফরমসহ) পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে।

এছাড়াও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনপত্র ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে বলেও জানান তিনি। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে গত ২৪ জুন  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবছর  ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু।

আরএইচটি/এমএ