ডিআইএমএফএফ-এর দশম বর্ষে পদার্পণ
দশম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে নতুন ওয়েবসাইট উদ্বোধন করল ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব - ডিআইএমএফএফ। শনিবার (৮ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। তিনি তার বক্তৃতায় বর্তমান বিশ্বে মোবাইল চলচ্চিত্রের প্রয়োজনীয়তা বর্ণনা করেন। এছাড়া মোবাইল চলচ্চিত্রকে সবার সামনে তুলে ধরার জন্য তিনি এ উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান।
ইউল্যাবের উপ-উপাচার্য ড. জুড উইলিয়াম হেনিলো অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা রাখেন। পরবর্তীতে ডিআইএমএফ-এর নতুন ওয়েবসাইট- https://dimff.ulab.edu.bd এর উদ্বোধন করা হয়। এরপর ডিআইএমএফএফ-এর যাত্রা একাংশ তুলে ধরা হয় এবং ইউল্যাব-এর ডিপার্টমেন্ট অব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের প্রফেসর ড. সুমন রহমান বক্তৃতা রাখেন।
বিজ্ঞাপন
সমাপনী বক্তৃতায় অতিথিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ডিআইএমএফএফ-এর উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন।
দশম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ-২০২৪) এ বছর মোবাইল চলচ্চিত্র নির্মাণকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সব চলচ্চিত্র নিয়ে তরুণ নির্মাতাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে ডিআইএমএফএফ-২০২৪।
বিজ্ঞাপন
চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর।
এফকে