রাজধানীর মহাখালীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী উল্কা-২ বাসে হামলায় পাঁচ শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে বনানী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম ইসলাম। 

মামলার অভিযোগপত্রে বলা হয়, গত সোমবার (১৭ জুলাই) উল্কা-২ বাস মহাখালী ডিএনসিসি  পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে সৌখিন পরিবহনে থাকা অজ্ঞাতনামা তিন পরিবহন শ্রমিক বাসে অবস্থানরত নারী শিক্ষার্থীদের কটূক্তি করে। সামনে জ্যাম থাকায় ছাত্ররা বাসটি থামায় এবং তাহাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে দায়িত্বরত পুলিশের সহায়তায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। 

এ ঘটনার কিছুক্ষণ পরে বাসটি মহাখালী বাস টার্মিনালের আউট গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা সৌখিন পরিবহনের কর্মচারীসহ টার্মিনালে অবস্থানরত ৬০ জন অতর্কিতভাবে আমাদের বাসের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর আমরা তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা সৌখিন পরিবহনে থাকা লোহার রড, লাঠি দিয়ে আমাদের উপর আঘাত করে। এতে আমাদের ৫ জন গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী নাঈম ইসলাম বলেন, পরিবহন শ্রমিকদের হামলায় আমিসহ মোট পাঁচ শিক্ষার্থী আহত হয়েছি। এ ঘটনায় গতকাল রাতে বনানী থানায় মামলা করেছি। মামলায় অজ্ঞাতনামা ৬০ পরিবহন শ্রমিকে আসামি করা হয়েছে।  

এমএল/এসকেডি