রাজু ভাস্কর্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাবুনগরী-মামুনুলের কুশপুতুল দাহ করা হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরীর ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের কুশপুতুল দাহ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

হেফাজতের দেশব্যাপী সহিংসতা, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও সাংবাদিক-পুলিশের ওপর হামলার প্রতিবাদে বুধবার (৩১ মার্চ) বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তাদের কুশপুতুল দাহ করা হয়।

প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে বিতর্কিত করার জন্য একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর ন্যায় সম্প্রতি হেফাজতে ইসলাম সমগ্র বাংলাদেশে আন্দোলনের নামে ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চালিয়েছে যা শান্তির ধর্ম ইসলামের নীতি ও আদর্শ পরিপন্থি। দেশের বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ, সাংবাদিকদের ওপর হামলা, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাঙচুর, আওয়ামী লীগ অফিস ভাঙচুর, বীর মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, মানুষের বাড়িঘর ভাঙচুর, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ইত্যাদি কার্যক্রমই প্রমাণ করে হেফাজত কখনওই ইসলামের আদর্শে বিশ্বাস করে না। এরা প্রকৃতপক্ষে এজিদের উত্তরসূরি। এরা দেশ ও জাতির শত্রু।

সাধারণ সম্পাদক আল মামুন বলেন, বাবুনগরী-মামুনুলরা কখনওই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না। এরা একাত্তরের পরাজিত অপশক্তির দোসর। এরা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। এরা এখন পর্যন্ত বাংলাদেশকে মনে-প্রাণে মেনে নিতে পারেনি। দেশের কওমী মাদরাসাগুলোতে জাতীয় পতাকা ওড়ানো হয় না, জাতীয় সংগীত বাজানো হয় না, শহীদ মিনার নির্মাণ করা হয়নি। কওমী মাদরাসাগুলোকে এরা মিনি পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মাদরাসাগুলোকে মূলধারা শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী সংগঠন হেফাজতের বাবুনগরী-মামুনুলরা পাকিস্তানি দূতাবাসের অর্থায়নে প্রকাশ্য দিবালোকে নির্দেশ দিয়ে এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনাগুলো ঘটিয়েছে যা দেশের প্রচলিত আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামের শত্রু হেফাজতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তি ধর্ম ব্যবসায়ী হেফাজতের পক্ষ থেকে চালানো দেশব্যাপী সহিংসতা, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও সাংবাদিক-পুলিশের ওপর হামলার মদদদাতা বাবুনগরী-মামনুলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহীন মাতবর, শোয়েব হোসেন, অহিদুল ইসলাম তুষার, বুটেক্সের সাধারণ সম্পাদক রেদোয়ানুল ইসলাম প্রমুখ।

এইচআর/এফআর