জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের সভাপতি মাহমুদুল হাসান তানভীর ও সাধারণ সম্পাদক মো. মামুন শেখের নেতৃত্বে এই পুষ্পস্তবক নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন- জবিসাসের দপ্তর সম্পাদক ইমরান হুসাইন, দৈনিক ভোরের কাগজের রকি আহমেদ, দ্য পিপলস টাইমসের আসাদুল ইসলাম, দৈনিক যুগান্তরের সাকেরুল ইসলাম, ভোরের ডাকের মোশফিকুর রহমান ইমন, দৈনিক নওরোজের রাকিব হাসান, দৈনিক জনতার আইনুল ইসলাম, তরুণ কণ্ঠের মাসুদ আহমেদ সানি ও বাংলাদেশ বুলেটিনের তানজিল আহমেদ।

এমএল/এমজে