ঢাবির মঞ্চ মাতালো ‘কমলাকান্তের জবানবন্দি’
আফিমে বুঁদ হয়ে থাকা রগচটা এক ব্রাহ্মণ কমলাকান্ত। প্রসন্ন গোয়ালিনীর গরু চুরি মামলার সাক্ষী হিসেবে আনা হয় তাকে। উকিল কমলাকান্তকে জেরা করতে উল্টো নিজেই বিব্রত হয়ে যায়। এমনই এক ঘটনা নিয়ে টিএসসিতে মঞ্চায়ন হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত নাটক ‘কমলাকান্তের জবানবন্দি’।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৭তম কেন্দ্রীয় নাট্যোৎসব উপলক্ষ্যে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন মিরহাজুল শিবলী।
বিজ্ঞাপন
ছুটির দিনে সন্ধ্যা নামতেই বৃষ্টি উপেক্ষা করে নাটকটি দেখতে টিএসসি অডিটোরিয়ামে ভিড় করেন দর্শকরা। এসময় অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নাটকটি উপভোগ করা দর্শকরা নাটকের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।
বিজ্ঞাপন
নাটকটিতে অভিনয় করেন মহিউদ্দিন রনি, জায়েদ আল ফুয়াদ, অন্যন্যা দে শশী, শেখ রাহাতুল ইসলাম, তানভীর নেওয়াজ তীর্থ, শাকিব আহমেদ রাজ, সামি আজমাইন খান, বখতিয়ার খলজি হাশর ও নিলয় কুমার বিশ্বাস। সংগীত পরিকল্পনা ও প্রয়োগে ইফতি শাহরিয়ার রাইয়ান এবং আলোক প্রেক্ষাপনে ছিলেন মুনতাকা বিনতে হক ইরা।
নাটক সম্পর্কে নির্দেশক মিরহাজুল শিবলী বলেন, কমলাকান্তের জবানবন্দি চির প্রাসঙ্গিক নাটক। নাট্যকার কমলাকান্তের বক্তব্যের মাধ্যমে স্বদেশপ্রেম, সমাজতত্ত্ব, দর্শন প্রভৃতি বিষয়ে স্বীয় মতামতকেই তুলে ধরেছেন। আইনের দীর্ঘসূত্রিতা কীভাবে জটিল করে তোলে এবং সামগ্রিক বিচারব্যাবস্থাকেই প্রশ্নের সম্মুখীন করে তারই প্রতিরূপায়ণ করার চেষ্টা করেছি।
কেএইচ/এসএম