ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কো‌ভিড সেন্টারে তিনি টিকা দ্বিতীয় ডোজ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনিই সর্বপ্রথম টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিএসএমএমইউ থেকে মুহাম্মদ সামাদ টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য বিএসএমএমইউকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক সামাদ বলেন, আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলাম। টিকা নি‌য়ে অনেকটা নিরাপদ বোধ করছি।

দেশে করোনা টিকাদান কার্যক্রম চালু করায় এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে রেজিস্ট্রেশন করে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজও পাননি ঢাবির অনেক শিক্ষার্থী। এ বিষয়ে প্রো-ভিসি বলেন, নিষেধাজ্ঞার কারণে হয়তো দেরি হচ্ছে। আশাকরি শিগগিরই শিক্ষার্থীরা করোনার টিকা পেয়ে যাবেন। সেটা হউক বিশ্ববিদ্যালয়ে কিংবা নিজ নিজ এলাকায়।

এইচআর/এমএইচএস