সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের অশালীন মন্তব্য নিয়ে চলছে তীব্র সমালোচনা।

ওই শিক্ষকের নাম ড. মো আবদুস সোবহান তালুকদার (উপল তালুকদার)। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভা‌গের সহ‌যোগী অধ্যাপক।

মঙ্গলবার (৬ এপ্রিল) নোমান নজরবী নামে এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্টে লেখেন ‘বোরখা পরা কাউরে দেখলেই এখন মনে হইতাছে মামুনুল হকের মানবিক বউ- কি মুসিবত!’ এই পোস্টের মন্তব্যে ড. মো আবদুস সোবহান তালুকদার তার উপল তালুকদার নামে ফেসবুক আইডি থেকে অশালীন মন্তব্য (প্রকাশ অযোগ্য) করেন।

এ নিয়ে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসেন শান্ত ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক উপল তালুকদার। কতোটা নিম্ন মানসিকতার হইলে কেউ এমন কমেন্ট করতে পারেন।’

মৌরি নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘যে দেশের শিক্ষকের এই দূর অবস্থা সে দেশের ভবিষ্যৎ কতটা অন্ধকার তা ভেবে দেখাটা খুব জরুরি।’

তারেক মজুমদার নামে একজন শিক্ষার্থী লেখেন, কয়েকজন শিক্ষার্থী ফেসবুকে 'অশালীন' বক্তব্য দেওয়ায় কয়েক বছর আগে সাসপেন্ড হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকের এমন অশালীন কমেন্টের জন্য কী করে দেখার আশায় আছি।’

এ বিষয়ে ড. মো আবদুস সোবহান তালুকদার বলেন, ‘আমি আসলে মজা করেই আমার বন্ধুর পোস্টে মন্তব্যটি করেছি। আমি যদি কোনো সেমিনারে কথা বলতাম তাহলে একটা ব্যাপার ছিল। আর ফেসবুক আইডিতে আমরা কত রকম কথাই তো বলি! এটাকে   ব্রডকাস্টিং বক্তব্য বলে মনে করি না। তারপরও যদি মনে হয় তাহলে আমি এর জন্য ভুল স্বীকার করছি।’

এইচআর/এসকেডি