ভবিষ্যতে পেশাগত উন্নয়নেল লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটিতে স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)ে গ্রিন ইউনিভার্সিটি জার্নালিজম ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ প্রধান অতিথি ও কোষাধ্যক্ষ অধ্যাপক কে. এম. ওয়াজেদ কবির বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে লেখক ও কনটেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক মুখ্য ফ্যাসিলেটেটর হিসেবে ওয়ার্কশপ পরিচালনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর স্টুডেন্ট অ্যাফেয়ার্স ড. মোহাম্মদ আফজাল হোসেন খান, ফোরাম মডারেটর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামিম মণ্ডল ও ফোরাম সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। গ্র্যাজুয়েশন শেষ করে একজন শিক্ষার্থী কী করবেন এবং কী করবেন না— সে বিষয়ে আগে থেকে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে পিছিয়ে পড়তে হবে।

বক্তারা আরও বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দেবে বিশ্ববিদ্যলয়গুলো; যেটি গড়ে তোলার জন্য শিক্ষার্থীদেরকেই কাজ করতে হবে। পড়াশোনার পাশাপাশি এই সফট স্কিলগুলো তৈরি করতে ব্যক্তি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কেএ