হরতালের মধ্যেই হবে ঢাবির বিশেষ সমাবর্তন
আগামীকাল (২৯ অক্টোবরে) সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। হরতাল চললেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন আগামীকাল সঠিক সময়ে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি সকল রাজনৈতিক মহলকে সহযোগিতা করার অনুরোধ জানান।
বিজ্ঞাপন
আগামীকাল সারাদেশে বিএনপি-জামায়াতের হরতালের ডাক দেওয়ায় ঢাবির বিশেষ সমাবর্তন বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে শিক্ষার্থীদের আশঙ্কা মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্বল্প পরিসরে বাস চলাচল করবে এবং যারা নির্ধারিত সময়ে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারেনি, তারা আগামীকাল সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক, অরাজনৈতিক এবং সাংস্কৃতিক দলগুলো সবসময়ই সদয় থাকে। আগামীকালের সমাবর্তনেও তার ব্যত্যয় ঘটবে না বলেই আমাদের প্রত্যাশা। তারপরও সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সমাবর্তন শান্তিপূর্ণভাবে আয়োজনে সবমহলের প্রতি বিনম্র আহ্বান জানাই।
তিনি আরও বলেন, আগামীকাল রোববার সকাল ৭টায় শিক্ষার্থীদের আনতে বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে যাবে। তাই শিক্ষার্থীদের নির্বিঘ্নেই ক্যাম্পাসে উপস্থিত হয়ে যথাসময়ে সমাবর্তনের উপস্থিত হওয়ার অনুরোধ জানাই।
কেএইচ/এসকেডি