বিএনপি ঘোষিত তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়টি গেটে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় প্রতিটি গেটে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি করে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তারা।

বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে তালা ঝুলিয়ে দেওয়ার এই ঘটনা ঘটে। তবে তালা ঝুলানোর এক ঘণ্টা পর সকাল সোয়া ৮টার দিকে সেগুলো খুলে ফেলার ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট (ডেইরি গেট), জয় বাংলা গেট (প্রন্তিক গেট), বিশমাইল গেট, এম এইচ গেট, আমবাগান ও ইসলামনগর সংলগ্ন গেটে তালা দেয় ছাত্রদল। তবে, ছাত্রদলের নেতাকর্মীদের দাবি তারা সকল গেটে তালা দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশের মানুষ মুক্তি চাই। এ দেশের জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষের ভাত ও ভোটের অধিকার, গণমাধ্যমগুলোর স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরণ সংগ্রাম করে যাবে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রয়োজনে দেশের জন্য, স্বাধীনতার মর্যাদা রক্ষার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি সৈনিক নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে পিছপা হবে না ইনশাআল্লাহ। বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের এক দফা দাবি আদায়ে তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি গেটে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, আমি ব্যক্তিগত কাজেই সকালে বের হয়েছিলাম। মীর মশাররফ হোসেন হলের গেট দিয়ে বের হওয়ার দেখি তালা দেওয়া। পরে ডেইরি গেটে এসে দেখি সেখানেও তালা ও ছাত্রদলের ব্যানার ঝুলছে। তবে কারা তালা ঝুলিয়েছে আমাদের চোখে পড়েনি। পরে দ্রুত তালা ভেঙে ফেলা হয়েছে।

এমজেইউ