নেতাকর্মীদের মেরে পুলিশে দিচ্ছে ছাত্রলীগ, ছাত্রদলের বিবৃতি
প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর হামলা করছে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিবৃতিতে ছাত্রদল জানায়, প্রশাসনের মদতে মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাবি ছাত্রদলের প্রচার সম্পাদক- ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জসীম খানের ওপর হামলা করে ছাত্রলীগ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ফারহান মো. আরিফুর রহমানকে কার্জন হল থেকে অপহরণ করে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় ফারহান মো. আরিফুর রহমানকে উদ্ধারের জন্য প্রক্টরের সহযোগিতা চাইলে তিনি নীরব থাকেন বলেও জানায় ছাত্রদল। পরবর্তীতে নাশকতার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করেন, ক্যাম্পাসে নির্যাতনের ঘটনায় প্রক্টর প্রথমে নীরব থেকে ছাত্রলীগকে হামলা এবং নির্যাতন চালানোর সুযোগ করে দেন। পরবর্তীতে নির্যাতিত ছাত্রদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। বিশ্ববিদ্যালয়ে ভয়ের পরিবেশ বজায় রাখা এবং বাক-স্বাধীনতাকে স্তব্ধ করার জন্যই ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে তাদের নীলনকশা বাস্তবায়ন করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক নীতি অবলম্বন করছে দাবি করে তারা বলেন, ছাত্রলীগ কোনো শিক্ষার্থীর উপরে আক্রমণ করলে প্রক্টরকে জানালে তিনি কোন ব্যবস্থা নেন না।
কেআইচ/পিএইচ/এমজে