আ.লীগের প্রার্থীকে ভিসির নৌকা উপহার, শিক্ষকরা চাইলেন ভোট
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্যসহ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মামুন-অর-রশিদ। সভায় ফুল দিয়ে নৌকা বানিয়ে প্রার্থীর হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এ সময় তিনি নৌকার বিজয় এনে নৌকা সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রার্থীর প্রতি আহ্বান জানান। পরে অনুষ্ঠানে শিক্ষকরা তাদের বক্তব্যে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু, ডা. হারুণ-অর-রশিদ রাসেল, ছাত্রলীগের সভাপতি মানিক শীল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুর ইসলাম।
বিজ্ঞাপন
এসব বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন বলেন, নৌকার প্রার্থী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন মতবিনিময় করার জন্য। যেকোনো প্রার্থীই আসতে পারেন। এ ছাড়া শিক্ষক বা কর্মকর্তারা নৌকায় ভোট চাইতেই পারেন।
তিনি আরও বলেন, নৌকা উপহার দেওয়া আইনে বাধা নেই। আপনার (প্রতিবেদক) কাছে যদি আইনি বাধা থাকে তাহলে লিখতে পারেন। আমার আইনের রুলে আমি প্রার্থীকে নৌকা উপহার দিয়ে মতবিনিময় করতে পারি।
অভিজিৎ ঘোষ/এমজেইউ