ডুসাফের নতুন সভাপতি আনোয়ার, সম্পাদক আসাদ
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (ডুসাফ) ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ডুসাফের আহ্বায়ক আব্দুস সালাম তাদের নাম ঘোষণা করেন। বর্তমান কমিটিকে এক বছরের জন্য মনোনীত করা হয় এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এর আগে বিকেলে বার্ষিক সাধারণ সভায় সদ্য সাবেক কমিটির সভাপতি মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং নির্বাচন উপলক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। পরে আহ্বায়ক কমিটি সংগঠনকে সক্রিয় ও কর্মক্ষম রাখতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন কমিটির সভাপতি মো. আনোয়ার হোসাইন ডুসাফের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের অনেক শিক্ষার্থী উঠে আসে, যাদের সঠিক দিকনির্দেশনা প্রয়োজন হয়। এই নবীন শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পথহারা না থাকে এবং তারা যেন ক্যাম্পাসে অভিভাবকহীনতায় না ভোগে, আমরা ডুসাফের সবাইকে সঙ্গে নিয়ে নিশ্চিত করতে চাই।
সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, ডুসাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সংগঠন। আমাদের ফুলবাড়িয়া থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। নতুন পরিবেশ, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেন ভালো একটি শিক্ষার পরিবেশ পায় আমরা সেটা নিশ্চিত করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।
কেএইচ/এসএসএইচ