ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কালীগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইয়ুব মোড়ল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেরাজ হাসান৷ 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি নাঈম আকন্দ ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়৷ বর্তমান কমিটিকে ১ বছরের জন্য মনোনীত করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়। 

নবনির্বাচিত সভাপতি আইয়ুব মোড়ল বলেন, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালীগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির দায়িত্বপ্রাপ্তি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমি সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজ করে যাওয়ার চেষ্টা করবো। সর্বোপরি দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের মান ও মর্যাদা কালীগঞ্জে ছড়িতে দিতে চাই। কালীগঞ্জের সকল শিক্ষার্থীদের মাঝে স্বপ্ন জাগরণ করতে চাই, যেনো তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। 

সাধারণ সম্পাদক মেরাজ হাসান বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি। কালীগঞ্জের শত-সহস্র শিক্ষার্থীর আশা ভালোবাসার সংগঠন কালীগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সকলের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই। কালীগঞ্জের প্রতিটি শিক্ষার্থীর মনে উচ্চশিক্ষার বীজ বপন করে তাদের নিয়ে সামনের দিনগুলোতে এক সাথে পথ চলাতে চাই। তাছাড়া কালীগঞ্জকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে একটি ‘ব্রান্ড’ হিসেবে প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করছি।

কেএইচ/এমএসএ