রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান হল মাঠে এই কমিটি ঘোষণা করা হয়।

সমিতির উপদেষ্টা সহকারী প্রক্টর ড. মো. হাকিমুল হক সমিতির আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। পরবর্তীতে সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মো. মাহবুবার রহমান আগামী এক বছরের জন্য (২০২৪-২৫ সাল) সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাকিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি গঠন উপলক্ষ্যে নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ সময় রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির গত কার্যনির্বাহী কমিটির সভাপতি কাওছার ইসলাম, সহ-সভাপতি আয়েশা তাসনিম সাদিয়া ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সমিতির উপদেষ্টা সহকারী প্রক্টর ড. মো. হাকিমুল হক বলেন, নতুন কমিটির হাত ধরে এগিয়ে যাবে মতিহারের সবুজ চত্বরে গড়ে ওঠা প্রাণের সংগঠন রংপুর সদর ছাত্র কল্যাণ সমিতি। নতুন সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকলকে অভিনন্দন জানান তিনি।