পবিত্র রমজান উপলক্ষে কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে কলেজের সামনে দুই শতাধিক পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে  ইফতার ও পানি বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। 

ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ, দক্ষিণায়ণ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক নাসির হোসেন, উত্তর হলের প্রাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ।

করোনা মহামারির মাঝে ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, গরিব ও অসহায় মানুষ খাবার যোগাতে যখন হিমশিম খাচ্ছে সেই মুহূর্তে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সুব্রত হালদার বাপ্পি, মহিউদ্দিন শিকদার লিপু, ফুয়াদ হাসান, শফিকুল ইসলাম কোতোয়াল, জাফর আহমেদ ইমন, শাহ আলম মোল্লা জুয়েল, তানভীর আব্দুল্লাহ, তুহিন রেজা, তানভীর হোসেন সৈকত, আশিক বাপ্পি, এইচ এম রোমান, শেখ মিথুন, প্রশান্ত কুমার দাস, কাওসার হোসেন কায়েস, জাহিদ হাসান, রবিন, জসিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান বাবু, সোহেল আহমেদ, নিজামুল ইসলাম, আমিনুল ইসলাম, শেখ শরিফ, জাকির, মুরাদ, টিপু সুলতান প্রমুখ। 

আরএইচটি/আরএইচ