সেনা পল্লী হাইস্কুলের এসএসসি ২০০৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
সেনা পল্লী হাই স্কুল, ঢাকা ক্যান্টনমেন্টের এসএসসি ২০০৭ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার ভাষাণটেকের মঞ্জু মার্কেটে এ পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলটির ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসএসসি ২০০৭ ব্যাচের আয়োজনে অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন এ স্কুলের সাবেক শিক্ষার্থী শেখ মো. ইলিয়াস কাঞ্চন মুন্না চিশতী।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী শেখ মো. ইলিয়াস কাঞ্চন মুন্না চিশতী বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমরা এ পুনর্মিলনী ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। 'বন্ধুত্ব চিরদিন ' এ প্রতিপাদ্যকে মনে প্রাণে ধারণ করে আমরা প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি।
বিজ্ঞাপন
অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে জেডএক্সওয়াই ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোডাকশন প্ল্যানার ও কন্ট্রোলার শরীফ শাহাবুদ্দিন বলেন, আজকের অনুষ্ঠানে দীর্ঘ ১৭ বছর পর আমাদের এক সহপাঠীর সঙ্গে দেখা হয়েছে। এ বিষয়টি আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের। এ ধরনের অনুষ্ঠান বন্ধুত্বের বন্ধনকে মজবুত করবে বলে আমার বিশ্বাস। সামনের দিনগুলোতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ অনুষ্ঠানে নতুনমাত্রা যোগ করবে বলে আমার প্রত্যাশা।
-বিজ্ঞপ্তি